রোকন হারুন
বিপদাপদ ও সমস্যা আমাদের এক পরম বন্ধু। নিত্যদিনই কোন না কোন নতুুন নতুন সমস্যার সম্মুখীন হই আমরা। এক সমস্যা না কাটতেই আরেক সমস্যা সামনে এসে হাজির হয়। এতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি জীবনের ওপর।
দিক-বিদিক ছুটাছুটি করি। হাহুতাশ করি সেসব সমস্যা থেকে রেহায় পাওয়ার জন্য। জটিল কোন সমস্যায় পড়লে মানুষিক রোগী হয়ে পড়ি আমরা। আমাদের জীবনে খুবই বড় একটি বিষয় হলো ‘সমস্যা’।
মানুষ হিসেবে যতদিন বেঁচে থাকব ততদিন বিপদাপদ ও সমস্যা আমাদের তাড়া করে ফিরবেই। কারণ এটি আমাদের অবিচ্ছেদ্য অংশ।
রাসুলে আরাবী সা. যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি ‘يا حي يا قيوم برحمتك أستغيث’ (ইয়া হায়্যু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিজ) এ দোয়াটি পড়তেন । সূত্র: তিরমিযী, হাদীস নং- ৩৫২৪।
রাসুল সা. এর বাস্তব জীবনদর্শনই আমাদের সমস্যা সমাধানের সহজ ও সুন্দর পথ। তাই যখনই কোন সমস্যায় পড়ব তখন হাদিসে বর্ণিত উক্ত দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। সমস্যা সমাধানের সহজ পথ আল্লাহ তায়ালা বের করে দিবেন।
আরআর