বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাংলাদেশ-সৌদি আরবের ২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।বাংলাদেশে একশো মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট করবে সৌদি আরবের বিখ্যাত আল আফনার কোম্পানি। এছাড়া বৈদ্যুতিক ট্রান্সফরমার ও সামগ্রিক কারখানা গড়ে তুলবে দেশটির বিখ্যাত প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সৌদি প্রতিনিধিদলের সংলাপ অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

সংলাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৪ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সংলাপে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আল কাসাবি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে ‘এশিয়ান টাইগার’ হিসেবে উল্লেখ করে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়টি ‘গুরুত্বের’ সঙ্গে দেখছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহও প্রকাশ করে বাংলাদেশি ব্যবসায়ীদের রিয়াদে আমন্ত্রণ জানান মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।

আরএম/


সম্পর্কিত খবর