আওয়ার ইসলাম: এবার হজে মিনা-আরাফায় বাংলাদেশি হাজযাত্রীরা তাদের পছন্দসই খাবার পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত এক বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহকে এই প্রতিশ্রুতি দিয়েছেন সৌদির হজ ব্যবস্থাপনায় মোয়াল্লিমদের সংগঠন মোয়াসসাসা জুনুব এশিয়া তথা দক্ষিণ এশীয় হাজি সেবা সংস্থার চেয়ারম্যান ড. রাফাত ইসমাইল আল বদর।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মক্কার বৈঠকে বাংলাদেশি হাজিদের পছন্দসই খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে বলে দাবি জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মোয়াসসাসা চেয়ারম্যান ইসমাইল বদর।
তিনি আরও জানান, বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বাংলাদেশের হজযাত্রীদের মিনায় দ্বিতল খাটের ব্যবহারে আপত্তি জানান। এতে মোয়াসসাসা চেয়ারম্যান ইসমাইল বদর তা মেনে নেন।
মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, গত বছর বাংলাদেশি হজযাত্রীরা মিনা-আরাফায় পরিবহনসহ অন্য যেসব অসুবিধার সম্মুখীন হয়েছিলেন বৈঠকে সেসব তুলে ধরে আগামী হজকে সর্বোচ্চ মানের হজে উন্নীত করার ক্ষেত্রে মোয়াসসাসা চেয়ারম্যানের সহযোগিতা চান ধর্ম প্রতিমন্ত্রী। এসময় মোয়াসসাসা চেয়ারম্যান সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
কেপি