কৌশিক পানাহি: ভারতের হায়দ্রাবাদের আফজালগঞ্জে অবস্থিত ৩০০ বছর পুরনো উসমান শাহী মসজিদের জরুরি সংস্কার দরকার বলে জানিয়েছে একটি পরিদর্শক দল। দলটির মতে, দশকের পর দশক ধরে ঐতিহাসিক এ মসজিদটি অবহেলার শিকার হয়ে আসছে। শিগগিরই সংস্কার কাজে হাত না দেওয়া হলে এ মসজিদ যেকোনো সময় ধসে যেতে পারে।
উসমান শাহী মসজিদ পরিদর্শন কমিটির জেনারেল সেক্রেটারি লুবনা সারওয়াথের দাবি, আইকনিক এ মসজিদ দেখভালের দায়িত্বে কেউ নেই। এমনকি, ওয়াকফ বোর্ডও এ মসজিদের সংস্কারে নজর দেয়নি কখনও।
পরিদর্শন শেষে ওই দলটি বলছে, মসজিদের দেয়াল ঘেঁষেই একটি বিশালাকৃতির পিপল গাছ রয়েছে, এ গাছের শিকড়-বাকড়ের বিস্তৃতিতে মসজিদে অবকাঠামো দিন দিন ভঙ্গুর হয়ে পড়ছে।
লুবনা সারওয়াথ জানান, গাছটার ব্যাপারে পদক্ষেপ নিতে তারা বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু ওই কর্মকর্তা পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।
লুবনা সারওয়াথ আরও জানান, এ মসজিদের সামনের দিকের কিছু ভবনে স্থানীয় কিছু লোকজন বসবাস করেন, যাদের দাবি তারা ভাড়ায় রয়েছেন এখানে। শিগগিরই সংস্কার কাজে হাত না দেওয়া হলে এ মসজিদ যেকোনো সময় ধসে যেতে পারে।