মুফতি মনসূরুল হক>
কুরআন আল্লাহ তায়ালার প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিতাব। এ কিতাব পৃথিবির মানুষের হেদায়াতের জন্য যেমনই প্রেরিত হয়েছে তেমনই নানাবিধ উপকার রয়েছে এ কুরআনের।
১. দিলের জং তথা গুনাহের কারণে অন্তরে যে কালো দাগ পড়ে তা কুরআন তেলাওয়াতে দ্বারা মুছে যায়। সূত্র: শুআবুল ঈমান ৩: ৩৯, হাদীস নং ১৮৫৯
২. পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অন্তরে আল্লাহ তায়ালার প্রতি বান্দার মুহাব্বাত বৃদ্ধি পায়। সূত্র: সূরা আনফাল: ২, শুআবুল ঈমান ৩: ৩৯, হাদীস নং ১৮৬৩
৩. কুরআন শরীফ তেলাওয়াতের প্রত্যেক হরফে কমপক্ষে দশটি করে নেকী পাওয়া যায়, না বুঝে পড়লেও। সূত্র: তিরিমিযী, হাদীস নং ২৯১০, মুস্তাদরাক, হাদীস নং: ২০৪০
উল্লেখ্য কেউ যদি বলে, না বুঝে পড়লে কোন লাভ নেই, তাহলে সে ব্যক্তি জাহেল বা বদদ্বীন কিংবা উভয়টি।
কিতাবুস সুন্নাহ থেকে সংগৃহিত
-আরএইচ