মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আলো ঝলমল ফানুস ভুবন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: শায়খ আলী তানতাবী
ভাষান্তর: ছাকিবুল ইসলাম কাসেমী

আল্লাহ তায়ালা একজন রাসুল পাঠিয়েছেন৷তিনি আমাদেরকে জানিয়েছেন; যেই পৃথিবীতে তোমরা বসবাস করছো, জীবন যাপন করছো, একদিন এই পৃথিবী বদলে যাবে ৷ তার আয়ু ফুরিয়ে যাবে ৷ সে নিজের অস্তিত্ব হারাবে ৷ পৃথিবীতে অবস্থানকারী সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে ৷ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহারগুলোও ভেঙ্গে পড়বে ৷

ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا "তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন ৷ সূরা ত্বহা; ১০৬

আজকে পৃথিবীবাসী এই গগণচুম্বী পাহাড়ে আরোহণের চেষ্টা করে ৷ জীবনের ঝুঁকি নিয়ে হাজার মিটার উচ্চতার হিমালয় কে জয় করার স্বপ্ন দেখে ৷ কালকে এই উঁচু শির পাহাড় নিজেই পরাজিত হবে ৷ সমতল পৃথিবীর অন্দরে আপন পরিচয় বিলীন করবে ৷

فيذرها قاعا صفصفا لا تري فيها عوجا ولا أمتا অত:পর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন ৷ তাতে তুমি কোন মোড় বা টিলা দেখতে পাবে না। সূরা ত্বহা  ১০৮-১০৯

تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار এই পৃথিবীকে অন্য পৃথিবীতে পরিবর্তন করা হবে ৷ আকাশসমূহকে পরিবর্তন করা হবে ৷ লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে পেশ হবে ৷ ইবরাহিম ৪৮

গন্তব্যের দিগন্ত কোথায়? আমরা তাহলে কোথায় যাব ? কোথায় থাকব? এখানে কী কোন বাড়ীঘর থাকবে? কোন আসবাবপত্র থাকবে? না বরং নতুন এক জগতের যাত্রা শুরু হবে? নতুন আবাসনের ব্যবস্থা হবে ৷ যেখানে আর কোন ধ্বংস স্পর্শ করবে না ৷ যে জীবনের দিন রাত আর থেমে যাবে না ৷ সুখের ফাগুনে আর আগুন লাগবে না ৷

এই হলো দুনিয়া ও আখেরাত ৷ কিছু মানুষ আছে যারা হৃদয় দিয়ে এই চির সত্যকে ধারণ করে, লালন করে ৷ সর্বান্তকরণে এই বিশ্বাস রাখে ৷ এই পৃথিবীর সব আয়োজন একদিন হারিয়ে যায় ৷ জীবন যত দীর্ঘই হোক একদিন নি:শ্বেষ হয়ে যায় ৷ বিদায় ঘণ্টা বেজে যায় ৷

এই সিমান্তপ্রাচীর ব্যক্তির জন্যও যেমন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় ধীরে ধীরে সবার জন্য ৷ হারিয়ে যায় সবাই অনন্ত সত্যের আড়ালে ৷ অনন্তের অভিযাত্রী সবাই এই আমি আট দশকের জীবনকে সুদীর্ঘ মনে করি ৷ আরও বাঁচার স্বপ্নও দেখি ৷ তারপর আমার যাত্রাও মহাসত্যের অরূদ্ধ মিছিলেই হবে–তাও মনে প্রাণে বিশ্বাস করি ৷

সিরিয়ার বিশিষ্ট শায়েখ, সর্বজন শ্রদ্ধেয় আলেম, শায়েখ আব্দুল মুসিল উসতুয়ানী ৷ ইলমী পরিমণ্ডলে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ৷ তাঁর মুখনি:সৃত প্রতিটি কথা সিরিয়ার জনপদে দারুণ আপ্যায়িত ৷

মহাসমারোহে সুদীর্ঘ কর্মময় জীবন কাটিয়েছেন ৷ ১১৮ বছর বেঁচেছেন ৷ তারপর মাওলার ডাকে সাড়া দিয়েছেন ৷ পৃথিবীর সফরটা দীর্ঘ ছিল, কিন্তু যথারীতি সিমান্ত প্রাচীরে বাঁধা ছিলেন ৷

হযরত নূহ আ. পৃথিবীতে এসেছেন ৷ কত দীর্ঘ সময় পেয়েছেন! পৃথিবীতে বিচরণ করেছেন ৷ এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন ৷ মহান দায়ীত্ব পালন করেছেন ৷

পৃথিবীকে ঈমানী আলোয় আলোকিত করতে চেয়েছেন ৷ ৯৫০ বছর নিরবচ্ছিন্নভাবে দিন রাত কাজ করেছেন৷ তারপর ? মহান প্রভুর ডাকে সাড়া দিয়েছেন ৷ দীর্ঘ দাওয়াতী সফরকে সমাপ্ত করেছেন ৷

হৃদয়হীনার উপমা এটাই পৃথিবীর মূল পরিচয় ৷ এটি চলে যাবার বিশ্রামাগার, থাকার ঠিকানা নয় ৷ এভাবেই বহমান পৃথিবীর বহমান সব সুখ-দু:খের অনুরণন ৷ কান্নার অশ্রুধারা ও হাসিভরা বিনোদন ৷ ব্যথা ও ভালোবাসার সব আয়োজন সময়ের শিকলে আবদ্ধ ৷

পৃথিবীর উপমা কেউ এভাবেও পেশ করেন; নাটক, ফিল্ম, সিনেমায় দেখ; বাড়ী-ঘর, গাছপালা, ফুলপাখি, মাঠঘাট, নদীসাগর, দোকানপাট, আকাশজমিন সবই আছে ৷ পূর্ণাঙ্গ শহরের, সমৃদ্ধ দেশের, পরিকল্পিত জীবন আয়োজনের সবকিছুই থাকে, তবে সবই নির্দিষ্ট সময়ের জন্য ৷ সীমাবদ্ধ প্রহরের জন্য ৷

ঠিক তেমনই পৃথিবী, চার দেয়ালের অভ্যন্তরে গড়ে উঠা এক গল্প ৷ এর মধ্যে যা কিছু আছে,সবকিছুর বয়সই এমন অল্প! পুরো দুনিয়ার মর্মই হলো, 'এখানের সব সৃষ্টি–ধ্বংসের জন্য'! দুনিয়াতে কে চিরকাল থাকবে? দুনিয়া কার জন্য স্থায়ী হবে? কেউ দুনিয়াতে থাকবে না ৷ দুনিয়াও কারো জন্য রইবে না৷

একবার এক ফকির রাজার দরবারে গিয়ে নসিহত করছিল, বাদশাহ নামদার! আপনারা কেউ রাজত্ব হারাতে চান না পৃথিবী ছাড়তে চান না ৷ অথচ, যদি এই আকাঙ্ক্ষা পূরণ করত দুনিয়া, তাহলে আজকে আপনিও রাজত্বের অধিকারী হতেন না! আমাদের কাছে আগের কোন নেয়ামতই পৌঁছত না!

তাই এই মৃত্যুর ধারা প্রত্যেক পরবর্তী প্রজন্মের জন্য আশীর্বাদ ও রহমত হয়ে থাকে ৷ যেমনটি আমাদের জন্য হয়েছিল ৷ তাই এই নশ্বর পৃথিবীতে মানুষ ও প্রাণীদের আসা যাওয়ার ধারাবাহিকতা চলতে থাকবে ৷ মহান প্রভু নতুন প্রজন্ম দিয়ে পৃথিবীকে নতুন রূপে সাজাতে থাকবেন ৷

হাজারও আয়োজনের ভিড়ে, নানান সৌন্দর্য ও সমৃদ্ধির পথে চলমান এই পৃথিবীকেও তার শেষ দিনে নিয়ে দাঁড় করাবেন ৷ চিরন্তণ সত্বায় সমর্পণ খুব শীঘ্রই এমন একটি দিন আসছে, যেদিন পৃথিবীতে আর কেউ থাকবে না ৷ কোন প্রাণীতে আর প্রাণ সঞ্চারিত হবে না! সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে ৷

সবাই চিরসত্যের স্বাদ গ্রহণ করবে ৷ অনন্ত জীবনের পথে পা বাড়াবে ৷ আমাদের ও পৃথিবীর মহান স্রষ্টা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, একমাত্র তাঁর স্বত্বাই চিরঞ্জীব ৷ অনন্তকাল বেঁচে থাকবে ৷ অন্য সবাই হারিয়ে যাবে ৷ ধ্বংস হয়ে যাবে ৷ كل شيء هالك إلا وجهه মহান আল্লাহর অস্তিত্ব ছাড়া সবাই ধ্বংসশীল ৷ ( কসস/৮৮)

কিন্তু এই মৃত্যু শুধু ধ্বংসের পদধ্বণি নয়, বরং নতুন জন্মের প্রস্তুতি ৷ অনি:শ্বেষ জীবনের হাতছানি ৷ পেছনের সব ভালোমন্দ বুঝে পাবার অমোঘবাণী ৷ ইবনে আব্দুল ওয়ালিদ নামক এক ঐতিহাসিক নেতা ছিলেন ৷ সে একবার স্বপ্ন দেখে, রাজা বাদশা, আমীর ওমারাদের আসর বসেছে ৷

জন্ম মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে ৷ কেউ আশা কেউ ভয় ও সংশয় প্রকাশ করছে ৷ একজন দাঁড়িয়ে বলছে, ولو أنا إذا متنا نغثنا لكان الموت راحة كل حي ولكن إذا متنا بعثنا ونسئل بعد عن كل شيء মৃত্যু যদি হতো মুক্তি বারিশ তাহলে ছিল স্বস্থি সবার মৃত্যু মূলত আদালতে নেয় পূণর্জীবন ঘটিয়ে আবার ৷ তাই এটা নতুন জন্মের সূচণা ৷ পৃথিবীর জীবনের হিসাব কষার পরিকল্পিত জলসা ৷ আরাধনা বন্দনা নিরন্তর সাধনার সব।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ