মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মালিক বিন দিনার রহ. এর বাড়িতে ভয়ংকর এক চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ জাকারিয়া>

মালিক বিন দিনার রহ.এর বাড়িতে একদিন এক ভয়ংকর চোর এসেছে। চোর সে-সময়ের সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ চোর হিসেবে খ্যাত ছিলো।

দীর্ঘসময় খোঁজাখুজি করেও মালেক বিন দিনার রহ. এর ঘরে একটি কানা কড়িও পেলো না চোর বাবাজি। এরপর ভালোকরে সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দিনার জায়নামাজে নামাজ পড়ছেন।

মালেক বিন দিনার সে-সময় সালাম ফিরালেন। দেখলেন, ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে। মোক্ষম সুযোগ পেয়ে মালিক বিন দিনার চোরকে বললেন-

আমার ঘরে দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ খুঁজতে এসেছো। কিন্তু কিছুই পেলে না। পাবেও না কিছু। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি।

আচ্ছা তোমার কাছে কি আখেরাতের উপকরণ ও পাথেয় আছে কোনো কিছু? চোর বিস্ময়ে হতবাক হয়ে মালিক বিন দিনারের দিকে তাকিয়ে আছে- লোকটা বলে কী!

মালিক বিন দিনার তার দরদী হৃদয়ের ওয়াজ চালিয়ে গেলেন। এক সময় কুখ্যাত চোরের দু‘চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফজরের সময় হয়ে গেলো। দু‘জনেই একসঙ্গে মসজিদে নামাজ আদায় করতে চললেন।

মুসল্লিরা দেখে তো হতবাক- এতো ভয়ংকর চোর এতো বড় আলেমের সাথে! তাও আবার মসজিদে নামাজ পড়তে এসেছে! কীভাবে সম্ভব!

মালিক বিন দিনার রহ, ফজর সবাইকে উদ্দেশ্য করে বললেন, সে আমাদের বাসায় চুরি করতে এসেছে।
আমি তার দিল চুরি করে নিয়েছি। তার পরিবর্তন এসেছে।

এজন্যই বলা হয় ( الكلمة الطيبة مفتاح القلوب)
ماسمي القلب قلباً إلا لكثرة تقلب উত্তম কথা দীলের তালার চাবি। আর কলবকে কলব বলা হয় এ কারণে যে, তা অনেক বেশি পরিবর্তনশীল।

লেখক- শিক্ষক, জামিয়া মাদানিয়া রওজাতুল উলূম আলেখারচর বিশ্বরোড, কুমিল্লা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ