মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মসজিদের নামে মান্নত করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাবহান মামদুহ: মান্নত। বাংলা সমাজ জীবনের বহুল প্রচলিত একটি কাজ । আরবিতে একে বলা হয় নযর। অর্থ, নিজের দায়িত্বে নেয়া। যা নিজের দায়িত্ব নয় তা অপরিহার্য করে নেয়া। তথা, নিজের উপর এমন কিছু আবশ্যক করে নেয়া যা আসলে আবশ্যক ছিল না। সেটা শর্তযুক্তও হতে পারে আবার শর্ত মুক্তও হতে পারে।

আরেকটু সহজ করে বললে, মানুষ তার স্বার্থ উদ্ধারের প্রক্রিয়া হিসাবে শেষ ভরসা অবলম্বন করে এই বলে, যদি অমুক কাজ হয়, তাহলে অমুকখানে অমুক জিনিস দেবো। এটাকে শরয়ী ভাষায় বলে নযর। বাংলা সমাজে বলে মান্নত।

মান্নতের নানা বিধান রয়েছে ইসলামি শরীয়তে। আজ জানা যাক, মসজিদের নামে কোনো কিছু মান্নত করা যাবে কি না?

মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচে সম্মানের জায়গা। ইসলামি শরয়তে মসজিদের নামে কোনো কিছুর মান্নত হয় না। কারণ মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয়, যেসব খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়। আর মসজিদে যাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহীহ হবে না।

যদি কেউ মসজিদের নামে মান্নত করে, তাহলে তা পূরণ করা জরুরি নয়। তারপরও যদি কেউ আদায় করে তাহলে সে মাল নফল দান হিসাবে গণ্য হবে এবং তা মসজিদ কল্যাণের কাজে ব্যয় করা যাবে।

তথ্য সহযোগিতা: রদ্দুল মুহতার-৩/৭৩৫, দারুল উলুম-১২/১২৯, ফতোয়ায়ে রাহমানিয়া-২/২৯৮।

এইচএএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ