আওয়ার ইসলাম: নামাযের সালাম ফিরানোর পর যদি সন্দেহ হয়, কত রাকআত পড়েছি, তাহলে শরীয়তের বিধান হলো, তাহাররি করবে। তাহাররি হলো, মনের সাথে বুঝাপড়া করে বাস্তব উদঘাটন করার চেষ্টা করা।
তাহাররি করার পর যেদিকে প্রবল ধারণা হয়, সেটাকেই প্রাধান্য দিবে। আর যদি উভয় দিক সমান হয়, তাহলে কম রাকাআতকে মেনে নিয়ে বাকি নামায সম্পূর্ণ করবে।
দ্রষ্টব্যঃ ইমদাদুল মুফতীন-৩৬৮, আলমগীরি-১/১৩১, ফতোয়ায়ে রাহমানিয়া-১/৩১৩।
এইচএএম