শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনের ১৯ সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের কারাগারে ১৯ জন সাংবাদিক বন্দী রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের মিডিয়া মন্ত্রণালয়।

ফিলিস্তিনের মিডিয়া মন্ত্রণালয় ১ম জানুয়ারি ঘোষণা করেছে ইহুদিবাদি শাসন ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর অনেক অত্যাচার করছে। ইহুদিবাদি শাসক চার্জ বা ট্রায়াল ছাড়াও অবিলম্বে তাদের গ্রেফতার, সামরিক আদালতে অযৌক্তিক বাক্য প্রকাশ করা, বহিষ্কৃত করা, গৃহবন্দী করা, আর্থিক জরিমানা করা এবং রোগীদের চিকিৎসার অবহেলা করে ফিলিস্তিনের সাংবাদিকদের উপর অত্যাচার চালাচ্ছে।

বর্তমানে ইহুদিবাদি ইসরায়েলের কারাগারে ১৯ জন সাংবাদিক বন্দী রয়েছে। ফিলিস্তিনেরে মিডিয়া মন্ত্রণালয় বিবৃতিতে আরও উল্লেখ করেছে এভাবে গ্রেফতার করার মূল্য উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের উপর চাপ প্রয়োগ করা। এ বিষয়টি আন্তর্জাতিক চুক্তি এবং সাংবাদিকদের স্বাধীনতা বিরোধী কাজ।

সাংবাদিকদের আন্তর্জাতিক ইউনিয়ন, সীমানা ছাড়া রিপোর্টার সংগঠন এবং এর সাথে সকল কর্মকর্তা ও সক্রিয় কর্মীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, তারা যে ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনী সাংবাদিকদের দ্রুত মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ