শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভোটে বিরোধীদলগুলোর অংশগ্রহণকে স্বাগত জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সহিংসতার ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, ‘আমরা সব পক্ষকে সংযত থাকতে এবং নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বলছি, যেখানে জনগণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার ভোগ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ সব দলকে নির্বাচন সংক্রান্ত অভিযোগসমূহের প্রতিকার শান্তিপূর্ণভাবে এবং আইনগত প্রক্রিয়ায় করতে অনুপ্রাণিত করে।’

বিবৃতিতে নির্বাচনি প্রচারের সময় ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। স্টেফান ডুজারিক বলেন, ‘সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়।’ খবর– বাসস।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ