আবদুল্লাহ তামিম: চীনের দক্ষিণের ইউনান প্রদেশের ওয়েইশান শহরের তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে চীন সরকার।
চীনের হংকংভিত্তিক পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ডেইলি মেইল জানায়, সরকার ইসলাম শিক্ষা নিষিদ্ধ করার পর তা চালু রাখার দায়ে হুই মুসলিমদের এ তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে।
ডেইলি মেইলের একটি ভিডিওতে দেখা যায়, চীনের একটি মসজিদে কয়েকশ পুলিশ নামাজ শেষে মুসল্লিদের মসজিদ থেকে জোড় করে বের করে দেয়।
এতে পুলিশের সঙ্গে হাতাহাতিকালে পুলিশ ৫০ জনের মত মুসল্লিকে গ্রেফতার করে নিয়ে যায়। দক্ষিণ চীনের মর্নিং পোস্টে তথ্য নিশ্চত করতে গেলে স্থানীয় পুলিশ মুসল্লিদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।
চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে গত শনিবার প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানা যায়, চীনের হুইহুইদেনং, সঞ্জিয়া ও মামিচং গ্রামে ইসলাম ধর্মীয় সব শিক্ষার উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে।
সরকারি সে বিবৃতি থেকে জানা যায়, এ এলাকার মসজিদগুলো অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অবৈধ অনিবন্ধিতভাবে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। সে জন্য সরকার এগুলোতে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
এদিকে ইউনানের একটি সূত্র বুজফিড নিউজকে বলেছে, মসজিদগুলোর কর্তৃপক্ষ এক দশকেরও বেশি সময় ধরে সরকারিভাবে নিবন্ধন করার চেষ্টা করছে, কিন্তু তাদের আবেদনগুলি বার বার ফিরিয়ে দিয়েছে সরকার।
https://videos.dailymail.co.uk/video/mol/2019/01/02/8400790592214708370/1024x576_MP4_8400790592214708370.mp4
ডেইলি মেইল ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি