আওয়ার ইসলাম: গতকালকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন বিএনপির নীতিনির্ধারকরা।
আজ সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর হবে ২০ দলীয় জোটের বৈঠক।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার আমাদের সময়কে জানান, গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির এবং সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দিন রোববার সংবাদ সম্মেলনে আপনাদের দাবি না মানলে কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ড. কামাল বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) আলোচনা করে আমরা করণীয় নির্ধারণ করব এবং আপনাদের বিস্তারিত জানাব।
এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন, তা অব্যাহত থাকবে।
-এটি