আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দুই আসনে নির্বাচন করেছেন।
তিনি বরিশাল ৫ ও ঝালকাঠি ২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৩৬,৮৭৪ ভোট পেয়েছেন।
যদিও নির্বাচনের দিন দুপুরেই ইসলামী আন্দোলন ব্যাপক অনিয়মের অভিযোগ এবং একে তামাশার নির্বাচন উল্লেখ করে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানায়।
দলের ২৯৯ আসনের মধ্যে তার দুটি আসনের মধ্যে একটি আসন অন্তত বিজয়ের প্রত্যাশায় ছিলেন নেতাকর্মীরা। নির্বাচনের আগে প্রচার প্রচারণায়ও বিপুল জনতার উপস্থিতি সে কথাই জানান দিচ্ছিল।
জানা যায়, দুই আসনের মধ্যে বরিশাল ৫ সদর থেকে মুফতি মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬২ ভোট। আর ঝালকাঠি ২ আসন থেকে ৯ হাজার ৮১২ ভোট পেয়েছেন তিনি।
আরআর