আওয়ার ইসলাম: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল রোববার ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের দিন ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের ফলাফল স্থগিত রাখে কমিশন। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ।
এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।
নির্বাচনের আগে গাইবান্ধা-৩ আসনের এক প্রার্থী নিহত হওয়ার পর ওই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
এবার নিয়ে তৃতীয়বারের মত আবারো ক্ষমতার মসনতে আওয়ামী লীগ।
-এটি