আওয়ার ইসলাম: জুমার নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
তার নাম মুহাম্মদ খায়রুল্লাহ। তিনি শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।
শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজে সুন্নত পড়ার সময় হঠাৎ করে পড়ে যান শিক্ষক খায়রুল্লাহ। পরে গাড়িতে করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিভাগীয় সূত্র জানায়, সহযোগী অধ্যাপক খায়রুল্লাহ দীর্ঘদিন কানাডাতে উচ্চতর পড়াশোনা শেষে এ বছরের এপ্রিলে এ বিভাগে যোগ দেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থীও ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমিটরিতে থাকতেন। তার স্ত্রী ফারহানা শাহরিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক।
বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে তার সহকর্মীরা জানান। তার মৃত্যুতে বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার
ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর