আওয়ার ইসলাম: দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে।
আজ (৫ অক্টোবর) বাদ জুমা আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। সমাবেশের সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এর আগেই সকাল থেকেই মহাসমাবেশে যোগ দিতে হাজারও নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের পাশে জড়ো হয়। জুমার পর পরই সমাবেশ স্থলে ঢুকতে থাকেন কর্মী বাহিনী।
জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ সহযোগী সংগঠনগুলোর আলাদা আলাদা ব্যানারে ঢুকতে থাকেন মাঠে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ ওঠে মাঠ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর যে সমস্ত দল ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে। সবাই দেশকে লুটে পুটে খেয়েছে। এখন সময় হয়েছে পরিবর্তনের। সময় এসেছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার।
নেতৃবৃন্দ বলেন, দেশে এখন ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া মানুষের মুক্তি নেই। আজ দেশে নিরাপত্তা নেই, রাতে মানুষ নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। এসবের কারণ হলো কুরআনের বিপক্ষে মানুষের অবস্থান।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাকীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত রয়েছেন, দলের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব অধ্যক্ষ এটিএম হেমায়েদ উদ্দীন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আবদুল কাদের, মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সমাবেশ সরাসরি শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন
https://www.facebook.com/iscabd91/videos/169547813969806/UzpfSTIyMDkyNjU4Nzk2MzE5ODpWSzoxNjk1NDc4MTM5Njk4MDY/