আওয়ার ইসলাম: উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ- প্রতিপাদ্যে দেশজুড়ে চলছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা।
এতে প্রান্তিক জনগোষ্ঠীর সামনে তুলে ধরা হচ্ছে সরকারের ৯ বছরের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনার কথা। আয়োজকেরা বলছেন, শুরু দিনই মিলেছে দর্শনার্থীর সাড়া।
বর্তমান সরকারের চলতি মেয়াদে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হয়েছে বাগেরহাটের ফকিরহাট। ভিক্ষুক মুক্তের পাশাপাশি উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি ক্ষেত্রে। উন্নয়নের সুবিধাভোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে।
টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা উদ্বোধন করে নানা স্টল পরিদর্শন করেন তথ্য প্রতিমন্ত্রী। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও খুলনার সার্কিট হাউজ মাঠের মেলায়, নানা প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের কাছে।
বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম ও রাজশাহী কলেজ মাঠেও বসেছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। প্রথম দিনেই দর্শনার্থীর স্বতস্ফূর্ত অংশগ্রহণে খুশি আয়োজকেরা।
সম্প্রতি যাত্রা শুরু হয়েছে রংপুর মহানগর পুলিশের। উন্নয়ন মেলায় তারাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল আছে ১২৭টি। সাড়াও মিলছে ভালো।
বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে প্রমাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে সরকারের নানা উন্নয়নের চিত্র। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।
এছাড়া গাজীপুর, ফরিদপুর, রাঙামাটি, ময়মনসিংহ, পটুয়াখালী, মৌলভীবাজারসহ দেশের নানা জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু হয়েছে জাতীয় উন্নয়ন মেলা।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী