এম ওমর ফারুক আজাদ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বঘোষিত ফটিকছড়ির পথসভায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কর্মসূচির আলোকে আজ উপজেলার ৫টি স্পটে প্রচারণার কথা ছিলো। এতে চট্টগ্রাম-৪ আসনের এম.পি ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অংশ গ্রহণ করেন।
সিডিউল অনুযায়ী প্রথমে মন্ত্রী জেলা-উপজেলা আওয়ামী নেতা-কর্মীদের সাথে নিয়ে আজাদী বাজার পথসভা স্থলে গেলে উপস্থিত নেতাকর্মীরা সাবেক ছাত্রনেতা তৈয়বের নামে স্লোগান দিতে থাকে।
স্লোগান বন্ধ না করায় মন্ত্রী সভাস্থল থেকে ত্যাগ করেন। তবে সেখানে মন্ত্রীর গাড়িতে ইট নিক্ষেপ করার খবর পাওয়া গেছে।
হৈ চৈ চলাকালীন সময়ে মন্ত্রী নানুপুর ওবায়দিয়া মাদরাসায় ঢুকে পড়ে মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং আগামীতে নির্বাচিত হওয়ার দোয়া কমনা করেন।
এদিকে নাজিরহাট ঝংকার মোড়ে আয়োজিত পথসভায় মন্ত্রী আসার পূর্বে মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে।
সে সময় দুই গ্রুপের ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সভাস্থলে এসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ফটিকছড়ির থানার দায়িত্ব সভাস্থলে এসআই মাহবুবের মদদে সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড করেছে বলে বক্তব্য করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলার চেষ্টা চালায়।
এ সময় পুলিশ ও নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মন্ত্রীর গাড়িবহরেও ইট-পাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে এবং বিভিন্নস্থানে গুলির শব্দও শোনা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ফটিকছড়িজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, গণপূর্ত মন্ত্রী আজাদীবাজার, পৌরসভার (ঝংকার মোড়), ফটিকছড়ি পৌরসভার (বিবিরহাট) ভূজপুর কাজিরহাট, ও হেঁয়াকো বাজারে এ পথ সভা করবেন বলে জানা গেছে।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, দলের কর্মসূচি ও বাংলাদেশ’ গঠনে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা জন্য আমাদের এই পথসভা।
পথসভায় আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় চট্টগ্রাম জেলা আ'লীগের লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালামসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যে ২৩ শর্তে মহাসমাবেশের অনুমতি পেলো ইসলামী আন্দোলন
-আরআর