বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবার চিন্তা করছি: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, দেশবাসী নিরপেক্ষ সুষ্ঠ একটি নির্বাচন চায়। যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

ইসলামী ঐক্যজোট ইসলাম প্রিয় মানুষের একটি আস্থাশীল সংগঠন। আমরা ৩০০ আসনে প্রার্থী দেবার চিন্তা ভাবনা করছি। আমাদের প্রত্যাশা দেশবাসী আমাদের গ্রহণ করবেন।

তিনি সিলেটকে ইসলামের উর্বর স্থান হিসেবে উল্লেখ করে আরো বলেন, শাহজালাল রহ. এ মাটিতে ইসয়ালামের খেদমত করে গেছেন। এখান থেকেই ইসলামের আওয়াজ তুলতে হবে।

৩ অক্টোবর বিকেলে সিলেট শহীদ সুলেমান হলে ইসলামী ঐক্যজোট সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর

ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান ও ময়নুল ইসলাম আল মামুনের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন, শায়খুল হাদিস মাওলানা মাশুক আহমদ সালামী, নেজামে ইসলাম পার্টি মহানগরের সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, মৌলভী বাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, নেজামে ইসলাম পার্টি সিলেট জেলা সভাপতি ক্বারি আবু ইউসুফ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, মাওলানা আজিজুর রহমান হবিগঞ্জ, মাওলানা মকবুল হোসেন সুনামগঞ্জ, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা কাজির বাজার মাদ্রাসার সাবেক মহাদ্দিস মাওলানা নূরুল আমিন, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী মৌলভীবাজার, বালুচর ফাতেমা জাহরা'র পরিচালক মাষ্টার আব্দুল আজিজ, মাওলানা জাকারিয়া, ইমরান হোসাইন, ইসমত ইবনে ইসহাক প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা হাসানাত আমিনীর শোডাউন ও পথসভা

-আরআর


সম্পর্কিত খবর