আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’র সদ্য গঠিত ‘দুহা সিটি কমিটি’র অভিষেক ও সপথ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি মাওলানা লুতফুর রাহমানের সভাপত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনের পরিচালনায় দুহা ন্যাশনাল হোটেল জমরুদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কাতার'র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব সুলায়মান আহমদ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক এম ফায়সল আহমদ।
কমিটির প্রায় সকলের উপস্থিতিতে অনুষ্টানে কালামে পাক হতে তেলাওয়াত করেন দুহা সিটি কমিটির সহ সাধারণ সম্পাদক হাঃ শাব্বির আহমদ।
‘কাতার প্রতিবছর বাংলাদেশকে আড়াই মিলিয়ন টন গ্যাস সরবরাহ করবে’
সপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ অসুস্থ জনিত কারণে উপস্থিত না হতে পারলেও টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দশনামূলক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সহ সভাপতি মুফতি জহির আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ জাকির আহমদ, সহ সাধারণ সম্পাদক হাঃ শাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ শুয়াইব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ মফিজুল ইসলাম , প্রচার সম্পাদক এম আবুল হোসেন, অর্থ সম্পাদক এম আব্দুল কাদিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গামকে মরুর দেশ কাতারের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত আলহাজ্ব সুলাইমান আহমদ নব গঠিত কমিটির সবাইকে সপথবাক্য পাঠ করান এবং তাঁর বক্তব্যে আকাবির-আসলাফের ঐতিহ্যবাহী শতবর্ষী সংগঠন জমিয়তের আদর্শকে দেশ হতে দেশান্তরে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ভ্রাতৃত্বপূর্ণ আচরণের মাধ্যমে নিজের একান্ত দায়ীত্ব মনে করে চালিয়ে যাওয়ার আহবান জানান।
পরিশেষে সভাপতি সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওঃ আব্দুশ শহীদের রোগমুক্তি ও উম্মতে মুসলিমার শান্তি ও সমৃদ্ধির কামনা করে দোআর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
-আরআর