আওয়ার ইসলাম: মৃদু কম্পনে সারাদেশ কম্পিত হয়ে উঠল। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।
যখন ভূমিকম্প, সূর্যগ্রহণ কিংবা ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে নিজের ও দেশের নিরাপত্তার জন্য দোয়া করা।
প্রিয় নবী সা. সূর্যগ্রহণ দেখলে বলতেন, ‘যদি তুমি এ রকম কিছু দেখে থাক তখন দ্রুততার সঙ্গে আল্লাহকে স্মরণ কর। তার কাছে ক্ষমা প্রার্থনা কর।’ বুখারি-২/৩০, মুসলিম-২/৬২৮
পড়তে পারেন এই দোয়া: لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন।
অর্থ : আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া : ৮৭
এটা কোরআনের দোয়া এবং দোয়া ইউনুস নামে প্রসিদ্ধ। এই দোয়া যে যত বেশি পড়বে আল্লাহতায়ালা ওই বিপদ সহজ করে দেবেন।
আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন
আরএম/