আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন এই নৌরুটের যাত্রীরা। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় শতাধিক ছোট-বড় যানবাহন।
রোববার রাত ১২টা থেকে নাব্য সঙ্কটের কারণে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস।
শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, লৌহজং টার্নিং পয়েন্টে যে পরিমাণ নাব্যতা প্রয়োজন নদীতে তার থেকে মাত্র দুই থেকে আড়াই ফুট পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য অত্যন্ত নগন্য। এখন তাই চ্যানেলটি বন্ধ প্রায়।
তিনি আরো বলেন, এমন অবস্থায় রোববার (১২ আগস্ট) রাতে কুমিল্লা, কাকলী, কিশোরী নামের তিনটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। পরে গন্তব্যে না যেতে পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে আসতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন : আল আযহার থেকে দুর্লভ বিষয়ে পিএইচডি; উচ্ছ্বসিত প্রশংসায় এক বাংলাদেশি
[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]
আরএম/