আওয়ার ইসলাম: মিসরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ দলটির আরো পাঁচ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন আদালত।
দেশটির আদালত সূত্র জানায়, পাঁচ বছর আগে বিক্ষোভে সহিংসতা ও হত্যায় উসকানি দেয়ার অভিযোগে রোববার তাদের এ সাজা দেয়া হয়েছে। খবর রয়টার্স-এর।
খবরে বলা হয়, গিজা অপরাধ আদালত মোহাম্মদ বাদিসহ বেশ কয়েকজনের সাজা ঘোষণা করেছেন। তাদের মধ্যে দলটির মুখপাত্র এসাম আল এরিয়ান ও জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ এল-বেলটাজিও রয়েছেন।
মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, আরেক বিবাদীকে ১৫ বছর ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুলাই সহিংসতা উসকে দেয়ার অভিযোগে মোহম্মদ বাদিসহ অন্যান্য নেতাদের দোষী সাব্যস্ত করা হয়।
মিসরে নিষিদ্ধ দলটির শীর্ষ নেতা বাদিসহ আরও কয়েকজনের বিচার ও পুর্নবিচারের সর্বশেষ সাজা হল এটি। সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার আগে দেশটির ক্ষমতায় এসেছিল মুসলিম ব্রাদারহুড।
উল্লেখ্য, গত মাসে একটি আদালত মোহাম্মদ বাদি ও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের নথি মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ মুফতির কাছে পাঠিয়ে জানতে চায়, তাদের মৃত্যুদণ্ড দেয়া যায় কিনা।
মিসরের আইনে কারো মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করার আগে গ্রান্ড মুফতি শাওকি আল্লামের মতামত জানতে চাওয়া হয়। তার মতামত এখনো ঘোষণা করা হয়নি।
ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন
আরও পড়ুন: চীনে সেই মসজিদের চারপাশে অবস্থান মুসলিমদের
আরএম/