আবদুল্লাহ তামিম: দেড় বছরেও পুরো প্রস্তুত হয়নি সাভারের চামড়া শিল্পনগরী। নির্মাণকাজ শেষ হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের।
ফলে ট্যানারি বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী। পাশাপাশি রয়েছে ভাঙ্গা সড়কের ভোগান্তি। ঈদের পর অতিরিক্ত চামড়ার বর্জ্য শোধন নিয়েও চিন্তিত ট্যানারি মালিকরা।
প্রথম দেখায় বুঝতে কষ্ট হয় এটি একটি শিল্পনগরী। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি অনেক ভবনের। ভেতরের সংযোগ সড়কের অবস্থাও করুন। সামান্য বৃষ্টিতেই চলার অনুপযোগী হয়ে পড়ে পুরো এলাকা।
সবচেয়ে বেশি দুশ্চিন্তা ট্যানারি বর্জ্য পরিশোধন নিয়ে। দেড় বছরে কঠিন বর্জ্য ফেলার বিষয়টিও সুরাহা করতে পারেনি শিল্প মন্ত্রণালয়।
সাভারের এই কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের কাজ এখনও শেষ হয়নি পুরোপুরি। এতে কারখানায় উৎপাদন ক্ষমতা যেমন বাড়ছে না, তেমনি পরিবেশের জন্য হচ্ছে ক্ষতিকর।
কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের চারটি মডিউলে প্রতিদিন ২৫ হাজার ঘন মিটার তরল বর্জ্য শোধনের ক্ষমতা রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর ৯৮ ভাগ কাজ শেষের কথা বলা হলেও বাস্তবে তা মিলছে না।
এখনও কারখানার ক্ষতিকর রাসায়নিক তরল পড়ছে ধলেশ্বরীতে। কোরবানির অতিরিক্ত চামড়ার বর্জ্য নিয়েও চিন্তিত ট্যানারি মালিকরা।
চামড়া শিল্পনগরী কবে পুরোপুরি প্রস্তুত হবে সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিসিকের প্রকল্প পরিচালক।
মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান