স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন সিলেটের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসতে থাকেন। এ সময় ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ফয়জুর রহমান রাজু ও উজ্জ্বল আহমদ নামের দুই ছাত্রদলকর্মী মারাত্মক আহত হয়। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ফয়জুর রহমান রাজুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত উজ্জ্বল আহমদকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমদ ফয়জুর রহমান রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ছাত্রদল কর্মীকে হাসপাতালে আনা হলে ফয়জুর রহমান রাজুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহতের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, শনিবার বিকেলে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার আলীমুজ্জামান স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ২০১ ভোটে হারিয়ে তিনি বেসরকারিভাবে সিলেটের নগর পিতা নির্বাচিত হন।
অারও পড়ুন: এক ফিলিস্তিনির করুণ অার্তনাদ
আরএম/