আওয়ার ইসলাম: রাজধানীর রমনা উদ্যানের লেকে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহফুজ ও আদনান নামে এ দু’জন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়তো।
রোববার (১২ আগস্ট) দুপুরে স্কুলফাঁকি দিয়ে রমনা উদ্যানে গিয়ে গোসল করতে নেমে দু’জনে ডুবে গেলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
তাদের সতীর্থ আরিফ জানায়, তারা তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। কিন্তু মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে যায়। তখন দু’জনেই পানিতে ডুবে যায়। আরিফের চিৎকারে আশপাশের লোকজন দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আরিফ জানায়, তার এবং আদনানের পরিবার শাহজাহানপুরের গুলবাগে থাকে।
আরও পড়ুন: রাজধানীতে বাবার থাপ্পড়ে শিশুর মৃত্যু
আরএম/