আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রবিবার, ১২ আগস্ট) রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র বাসসকে জানিয়েছে, ‘রবিবার (১২ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
গত ২৯ জুলাই জাবাল-ই-নূর পরিবহনের একটি বাস একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী ওঠা-নামা নিয়ে প্রতিযোগিতাকালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল আন্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিবকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এর আগে, প্রধানমন্ত্রী নিহত ওই দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন।
এছাড়া, তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।
সূত্র: বাসস
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার
অঅরএম/