আওয়ার ইসলাম: আজ রোববার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২২ আগস্ট, বুধবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদ্যাপিত হবে।
ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ উল আজহা উদযাপিত হয়।
আজ সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে, শনিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটির সুপ্রিম কোর্ট রোববার আরবি জিলহজ মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছেন।
সেই হিসাবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন: ২০ আগস্ট পবিত্র হজ
আরএম/