আওয়ার ইসলাম: ঈদের বাড়ি ফেরার টিকিট কিনতে ভিড়ের কাহিনি তো সবার জানা। কিন্তু ভিড়ভাট্টা ঠেলা ছাড়াও এখন টিকিট কেনা যাচ্ছে। আর সে জন্য কিনতে হচ্ছে সিরিয়াল।
রোববার (১২ আগস্ট) রাজধানীর কমলাপুর স্টেশনে দেখা গেল এমন চিত্র। সকাল থেকে তিল ধারণের ঠাঁই নেই কমলাপুরে। টিকিটপ্রত্যাশীদের ভিড় দেখে সুযোগ সন্ধানীরা এই ফাঁকে বিজনেস বের করে ফেলেছেন। আগে সিরিয়াল ধরে সেই সিরিয়াল বিক্রি করছেন চড়া দামে।
জানা গেছে, সিরিয়াল এগিয়ে দেয়ার জন্য আড়াইশ থেকে তিনশ টাকা নিচ্ছে তারা। তবে রেল কর্তৃপক্ষ দাবি করছে, এ ধরনের কোনো কিছু ঘটছে না।
ট্রেনযাত্রায় নিশ্চিত হোক নিরাপত্তা
চাকরি আমিনুল ইসলাম এমন করেই টিকিট কিনেছেন। তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি যখন টিকিট পাবো কি না এই সংশয়ে তখন হঠাৎ একজন আমাকে ফিস ফিস করে এসে বলল, ৩০০ টাকা দিলে সামনে সিরিয়াল দেব। আমি সরাজি হলে তিনি আমাকে সামনে এনে সেখানে আগে থেকে একজন বয়স্ক লোককে সরিয়ে আমাকে তার জায়গাটি দেয়া হয়।
এরকম অনেক টিকিট প্রত্যাশীই সিরিয়াল কিনে তারপর টিকিট সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন
-আরআর