আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সাবেক সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য, আযাদ দ্বিনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সাবেক সভাপতি আল্লামা হোসাইন আহমদ বারকুটি ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী।
জমিয়তের উভয় শীর্ষ নেতা আজ এক শোকবার্তায়, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন“ আল্লামা হোছাইন আহমদ বারকুটি ছিলেন এ দেশের একজন শীর্ষ আলেমে দ্বীন, দীনের বিভিন্ন শাখায় তার অবদান ছিল অতুলনীয়।
তারা বলেন, তিনি আজীবন জমিয়তের কাজে সক্রিয় ভুমিকা পালন করেছেন।তাদের মুখলিসআনা তৎপরতার কারনে জমিয়ত আজ একটি মকবুল দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন হযরাতকে জান্নাতুল ফেরদাউস নছিব করেন।
উল্লেখ্য, গতকাল (শনিবার) রাত ১২টার দিকে বর্ষীয়ান এই আলেমে দীন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ভক্তঅনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
আজ (রোববার) বাদ আসর গোলাপগঞ্জের বারকোট মাদরাসা মাঠে বরেণ্য এই আলেমের জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন: আল্লামা বারকুটি হুজুরের জানাযা বাদ আসর
[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]
আরএম/