আওয়ার ইসলাম: যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
রোববার সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ পালিত হবে। এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে স্বতঃস্ম্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে হাসান আল মামুন বলেন, 'আমরা সরকারের কাছে ছাত্রদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাই। পাশাপাশি কোটার যৌক্তিক সংস্কার চাই।'
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে
আরএম/