বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মালিতে গাড়ি বোমা হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালিতে গাড়ি বোমা হামলায় দুই সেনা সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স-জি৫ এর মালির সদর দফতরে এ হামলা চালানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন হামলাকারী গাড়ি নিয়ে ওই হেডকোয়ার্টসে হামলা চালায়। পরে বন্দুকযুদ্ধে হামলাকারীরা নিহত হয়।

মালি, নাইজার, বারকিনা ফাসো, চাদ ও মৌরতানিয়ার সেনাদের নিয়ে গঠিত জি-৫ নামের ওই বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন সেনা সদস্য ও বাকি চারজন হামলাকারী।

মালি সরকার জানিয়েছে, নিহত দুই সেনা তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর সদস্য।মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বুবাকার দিয়ালো রয়টার্সকে বলেন, ‘হামলাকারীরা রকেট হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে।

পরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে সেভারি অঞ্চলের জাতিসংঘ মিশনের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সদর দফতরে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনা পরে ঘটে

এএফপির প্রতিবেদনে বলা হয়, অস্থিতিশীল মালির সাহেল এলাকায় পাঁচটি দেশ নিয়ে গঠিত টাস্কফোর্সের উপর এটিই প্রথম হামলা।

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু


সম্পর্কিত খবর