বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


এবার ভারতে নিষিদ্ধ হচ্ছে হিল্লা ও বহুবিবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার হিল্লা ও বহুবিবাহ বন্ধের উদ্যোগ নেয়ার কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্ট ‘হিল্লা বিয়ে’ ও ‘বহুবিবাহকে’ অসংবিধানিক বলে ঘোষণা করার পর এই পদক্ষেপ নেয় কেন্দ্র। খবর টাইমস অব ইন্ডিয়া - এর।

মুসলিম রীতিতে কোন দম্পতির মধ্যে তালাক কার্যকর হওয়ার পর পুনরায় তাদের বিবাহ করার অনুমতি শর্তসাপেক্ষ। এক্ষেত্রে  হিল্লা বিয়ে রীতি অনুসারে, স্ত্রীকে অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গে দাম্পত্য অতিবাহিত করার পর তাকে তালাক দিয়ে অথবা তার মৃত্যু হওয়ার পর আবার পুনরায় আগের স্বামীর কাছে ফিরে আসতে হয়।

নারী অধিকার কর্মীরা এটিকে নারীবিদ্বেষী দাবি করে সুপ্রিমকোর্টে তা বন্ধ করার জন্য পিটিশন দায়ের করেন। পিটিশনের বিষয়বস্তুতে সম্মতি জানিয়ে সুপ্রিমকোর্ট কেন্দ্র এবং আইন মন্ত্রণালয়ের কাছে নোটিশ পাঠায়। সেই সঙ্গে, পাশাপাশি, বহুবিবাহ ও হিল্লা বিয়ে নিয়ে দেশটির মুসলিম শরিয়াহ আইনের বিধানে কী বলা আছে, তাও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে সরকার ও আইন মন্ত্রণালয়কে।

উ্লেখ্য, এর আগে, ২০১৭-র আগস্টে ‘তিন তালাক’কে অসাংবিধানিক আখ্যা দিয়ে শাস্তির বিধান জারি করেন ভারতের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন : ‘ইসলামে একসঙ্গে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’

 


সম্পর্কিত খবর