বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েল কি সৌদির পারমাণবিক শক্তিঅর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইউভাল বলেছেন, তিনি নিশ্চিত, সৌদির সাথে যে কোনো পারমাণবিক যুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পারমাণবিক বিস্তাররোধের মানদণ্ডে কোনো শিথিলতা প্রদর্শন করবে না।

গত বুধবার ট্রাম্প প্রশাসনের কয়েক জন কর্মকর্তার সাথে আলোচনার পর তিনি এ কথা স্পষ্ট জানিয়ে দেন।

ইসরায়েলি এ মন্ত্রী বলেন, ইউরিনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক জ্বালানি পুনপ্রক্রিয়াজাত করার (যাকে দুই দেশের মধ্যে যে কোন চুক্তির ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রবিস্তাররোধের স্বর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়)  শর্তাবলীর শিথিলতা করার ক্ষেত্রে সৌদির পক্ষ হতে যে কোনো ধরনের চেষ্টার তেলআবিব ঘোরতর বিরোধী।

ওয়াশিংটন সফরত ইসরায়েলি মন্ত্রী আমেরিকান প্রযুক্তির সহায়তায় নূন্যতম দুটো পারমাণবিক রি-এক্ট প্লান্ট তৈরির সৌদির আবেদনের বিষয়ে ট্রাম্পপ্রশাসনের কয়েকজনের সাথে আলোচনায় তিনি মিলিত হন।

আমেরিকার জ্বালানি মন্ত্রী বর্তমানে সৌদির সাথে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে কাজ করছে, যার মাধ্যমে সৌদি আরব ইউরিনিয়াম সমৃদ্ধ ও প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাত করতে পারবে।

আর মূলত পারমাণবিক শক্তি বিস্তাররোধের সমর্থকরা আশঙ্কা করছে, কোনো একদিন গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় কাচামাল উৎপাদনে এটা ব্যবহৃত হতে পারে।

সৌদির আবেদনের ব্যাপারে মার্কিন জ্বালানি মন্ত্রী কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে মার্কিন পররাষ্টমন্ত্রী মাইক পম্পেও গত মে মাসে জানান, ওয়াশিংটন রিয়াদকে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্টান্ডার্ড মানদণ্ড অনুযায়ী রিয়াদ ইউরিনিয়াম সমৃদ্ধ করণের অধিকার পায় না।

পাশাপাশি তিনি বলেন, ওয়াশিংটন রিয়াদের কাছেও ওই দাবি করছে, যা তেহরানের কাছে করেছে।

গত মাসের শুরুতে সৌদি-পররাষ্টমন্ত্রী আদেল যুবায়ের সিএনএন এর সাথে একসাক্ষাতকারে বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের অর্জনের চেষ্টা করলে তার দেশও পারমাণবিক অস্ত্র উন্নয়নে চেষ্টা করবে।

এখন দেখার বিষয় হলো যে সৌদিকে ইসরায়েলের মিত্র ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেক ব্যক্তি-বিশ্লেষক সেই ইসরায়েল কেন সৌদির পারমাণবিকসমৃদ্ধি অর্জনের পথে বাগড়া দেবে।

আলজাজিরা আরবি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর