শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

ইসলামী অান্দোলন ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে সালেহ, ওমান থেকে: পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী অান্দোলন বাংলাদেশ সুলতানাত অব ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং কর্মী সভা অনুষ্ঠিত।

সেক্রেটারি মাওলানা মীর আহমদ মিরু'র সঞ্চালনায় গত ১৭ জুন রোববার ওমানের রাজধানী মাস্কাটের মাতরাহ সিটির স্থানীয় একটি মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা সাবের অাহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জননেতা হাজী ইউসূফ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী অান্দোলন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন সেক্রেটারি এবং ফটিকছড়ি উপজেলার সেক্রেটারি, নাজিরহাট বড় মাদরাসার মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দীন দৌলতপুরী, ফেনী জেলা শাখার সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সেক্রেটারি সাংবাদিক মাওলানা আজগর সালেহী, ওমান সালালা শাখার সভাপতি মাওলানা অাবুল হাসেম, সোহার শাখার সভাপতি মাওলানা তৈয়ব, ব্রেইমী শাখার সভাপতি মাওলানা অাব্দুল মান্নান।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা ইরফানুল হক চৌধুরী, মাওলানা নূর মোহাম্মদ অাজমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হোসেন মিরু, মাওলানা শাহাদাত হোসেন মোরশেদ, রুই শাখার সভাপতি মাওলানা আলী অানছার, সাহাম শাখার সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মোহছেনা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ সভাপতি, সূর শাখার সহ সভাপতি মাওলানা শামসুল হক, ছমরিত শাখার সেক্রেটারি মাওলানা মাহবুব এলাহী, জালান শাখার সহ সভাপতি মাওলানা আইয়ুব, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাসুদ আলম, সীব শাখার সভাপতি মাওলানা আব্দুর রহীম, মোয়ালা শাখার সসভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাতরা শাখার সভাপতি হাজী অাব্দুল করিম, অালখোদ শাখার মাওলানা অাবু সাঈদ, বারকা শাখার সেক্রেটারি মাওলানা ওসমান, সুইক শাখার সেক্রেটারি হাফেজ মিজান, কুরিয়াত শাখার সভাপতি মাওলানা অাব্দুর রশীদ, জাজিরাতুল মাছিরা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল এবং হাফেজ মাসুদ প্রমুখ।

সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামীক সাংস্কৃতিক ফোরাম ওমানের শিল্পীবৃন্দ। সম্মেলনে সাবেক সেনা সদস্য ব্যবসায়ী মোহাম্মদ রসুল অাহমদ ইসলামী অান্দোলনের নীতি, অাদর্শ এবং লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে ইসলামী অান্দোলনে যোগদান করেন।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ