শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

তারাবির বিষয়ে মুফতি তাকি উসমানির জবাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারাবির হাদিয়া বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসার জবাবে মুফতি তাকি উসমানির অবস্থান স্পষ্ট করেছ্নে। জিজ্ঞাসা ও জিজ্ঞাসার জবাব উর্দূ থেকে অনুবাদ করেছেন ওমর ফারুক ইবরাহিমি

বরাবর হযরত শাইখুল ইসলাম,মুফতি মুহাম্মদ তাকি উসমানি দা.বা.। আসসালামু আলাইকুম।

আমি জানতে চাচ্ছি উলামায়ে কেরামের কাছে মুফতি জারুলি খান সাহেবের গ্রহণযোগ্যতা কতটুকু?তিনি হাফেজদের জন্য তারাবিহর বিনিময়কে জায়েজ বলেন এবং ইতিমধ্যে এই ব্যাপারে তাঁর একটি বয়ানও সোশ্যাল মিডিয়ায় এসেছে যেটি এই ইমেইলের শেষে প্রণিধানযোগ্য।

তার এই বয়ান শুনে আমাদের অনেক নির্ভরযোগ্য, বড়বড় উলামায়ে কেরামও তারাবিহর বিনিময়কে জায়েজ বলা শুরু করেছেন।হযরত শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানির ব্যাপারে মানুষের দিলে রয়েছে অগাধ আস্থা,বিশ্বাস ও আদব ইহতিরাম।

অতএব যদি হযরত নিজে এই মাস'আলাটি তাহকিক করে কিছু লিখে দেন তবে এই ভুল মাস'আলা এবং ফ্যাসাদের দুয়ার এখানেই বন্ধ হয়ে যাবে।

আশাকরি হযরতের খাদেম ও আমার মুহতারাম বন্ধুরা বিষয়টির সংবেদনশীলতার প্রতি লক্ষ রেখে এই ইমেইলটি হযরত শাইখুল ইসলামের খেদমতে অবশ্যই পেশ করবেন।
নিবেদক:
মুহাম্মদ আকরাম।
গুজরাট,ভারত।

আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানির জবাব।

বিসমিহি সুবহানাহু তা'আলা।

আমার মুহতারাম ভাই!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

মাওলানা জারুলি খান সাহেব হাফি: করাচিস্থ মাদরাসা আহসানুল উলূমের প্রতিষ্ঠাতা এবং সেখানকার মুহতামিম ও শাইখুল হাদিস।বেশকটি ফিকহি মাসাইলের ব্যাপারে তার তাফাররুদ রয়েছে।উল্লেখিত মাস'আলাটিও সেগুলোর একটি।এব্যাপারে আমাদের সকল আকাবিরদের ফতোয়াও নাজায়েজ হবার উপর।

আল্লাহু সুবহানাহু আ'লাম।
বান্দা মুহাম্মদ তাকি উসমানি আফা আনহু।
৪/৭-১৪৩৮হিজরি।

এতামিম

আরো পড়ুন- যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে মুসলিমদের রোজা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ