মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

ইফতারিতে চেতনা নাশক মিশিয়ে ছিনতাই, আটক ৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : রাজধানীতে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৬১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঈদ সামনে রেখে এই চক্রের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু চেতনা নাশক ওষুধ ও মলম উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন, জুরাইন, শ্যামলী ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩২ জন অজ্ঞানপার্টির সদস্যকে আটক করা হয়।

অজ্ঞান পার্টির সদস্যরা ইফতার সামগ্রীর সঙ্গে ট্যাবলেট বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে যাত্রীদের কাছে থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘বিভিন্ন বাস টার্মিনাল, গুলিস্তান এলাকা, কমলাপুর- এই সমস্ত এলাকায় তারা এই কাজগুলো করে থাকে। ইফতার অফার করে, তারাও সাদরে গ্রহণ করে। সেটি গ্রহণ করে যখন সে একেবারেই নেশাসক্ত হয়ে যায়, অর্থাৎ ঘুমিয়ে পড়ে, তখন তার টাকা পয়সা নিয়ে চলে যায়।’

ঈদকে সামনে রেখে রমজান মাস জুড়েই এ অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন, ‘ভবিষ্যতেও আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে করে পবিত্র রমজান মাসে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।’

রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

আরও পড়ুন : সম্প্রীতির ইফতার মাহফিল অায়োজন করে মিসরের বিশ্বরেকর্ড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ