আওয়ার ইসলাম: তুরস্কে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও কিরাত প্রতিযোগিতা ২০১৮ এর বিচারক হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের নাগরিক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি মাওলানা কারী মুহাম্মদ ইউসুফ রহ. এর জৈষ্ঠ্য পুত্র।
এ প্রতিযোগিতায় ৭৫টি দেশ অংশগ্রহণ করছে। ৩০ মে প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান।
শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী তুরস্ক সরকারের রাষ্ট্রীয় অতিথি হয়ে গত ১৮ মে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বাংলাদেশীদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কুরআনের উপরে সর্বোচ্চ ডিগ্রি মুত্তাসিল সনদের অধিকারী ও ১০ কিরাতের বিশেষজ্ঞ। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী আন্তর্জাতিক কিরাত তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সহ-সভাপতি।
এর আগেও তিনি ব্রুনাইয়ে ৬০তম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ২০১৮, জর্ডান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৭, অল ইন্ডিয়া কিরাত প্রতিযোগিতা ২০১৭, তানজানিয়া ইস্ট আফ্রিকা কম্পিটিশন, ইরাকের কুরদিস্তান কম্পিটিশনের এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত শাইখ আহমাদ ইউসুফ
-আরআর