মুফতি জাকারিয়া হারুন
ইফতার রোজাদারের আনন্দের মুহূর্ত। সারাদিন অভূক্ত থেকে রোজাদার সূর্যাস্তের সময় আহার করে। ইফতারের সময় খেজুর দ্বারা আহার শুরু করা মুস্তাহাব।
হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন।
আর যদি শুকনা খেজুরও না পেতেন তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। (মুসনাদে আহমদ : ১৩০১২)
আরো পড়ুন- রোজার ৩০টি আধুনিক মাসআলা