মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

জমিয়ত হিন্দের অর্থ সহায়তার মুক্তি পেলো দুই কয়েদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জমিয়তে ওলামায়ে হিন্দের বিশেষ অর্থ সহায়তায় ভারতের তিহার জেল থেকে শাহযাদ ইমরান ও কারতার সিং নামের  আরও দুই কয়েদি মুক্তি পেয়েছে।

এই কয়েদিরা সাজা পূর্ণ হওয়ার পরও অর্থদণ্ড আদায় করতে অপারগ হওয়ার কারণে জেল খাটছিলো।

জমিয়তে ওলামায়ে হিন্দ এই ধরনের কয়েদিদের মুক্ত করার জন্য ধারাবাহিকভাবে সাহায্য করে আসছে। এ বছর ফেব্রুয়ারি মাসে জামিয়তের চেষ্টায় এরকম আট কয়েদি মুক্তি পায়।

জমিয়তে ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি এ ব্যাপারে জেল পরিচালক অজয় কাসিবকে লিখেছেন, জমিয়ত জেল কতৃপক্ষকে অনুরোধ করছে তারা যেনো জরিমানা আদায়ে অপারগ হয়ে বন্দী থাকা যে কোনো ধর্মাবলম্বী কয়েদির তালিকা তৈরি করে পাঠায়। জামিয়ত তাদের মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

মুক্তির বিষয়টি নির্বিঘ্ন করতে জমিয়তে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে মাওলানা মুহাম্মাদ ইয়াসিন এবং মাওলানা মুহাম্মাদ সাদেক নয়া দিল্লিতে অবস্থিত তিহার জেলের ইনচার্জের সাথে দেখা করেন।

তিনজন কায়েদির মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু শাহযাদ ইমরান ও কারতার সিং নামের দুই কয়েদি মুক্তি পেলেও দিল বাহার নামের অপর কয়েদি মুক্তি পায় নি।

জেল কতৃপক্ষ জানায়, সহযোগিতার জন্য তারা জমিয়তে ওলামায়ে হিন্দের কাছে কৃতজ্ঞ।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ