আবদুল্লাহ তামিম: হারামাইন শরিফাইনের ইমাম ও ব্যবস্থাপনা পরিচালক শায়খ ড. আবদুর রহমান আস সুদাইসি মক্কা মুয়াজ্জমার কর্মচারীদের ২৪ ঘণ্টা কর্মঘণ্টা ঘোষণা করেছেন।
সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ’র বরাতে জানা যায়, শায়খ ড. আবদুর রহমান সুদাইসি মক্কা মুয়াজ্জমার কর্মচারীদের বলেন, বিশ্বের সব দেশ থেকে মেহমান আসছে আমাদের দেশে।
তাদের দেখাশোনা ও আপ্যায়নে কোনো ধরনের কমতি যেন না হয়। তাই কর্মকর্তা কর্মচারী ২৪ ঘণ্টা তাদের ডিউটিতে ব্যস্ত থাকবে।
তিনি আরো বলেন, মক্কা ও মদিনায় যারা কর্মরত আছেন তারা তাদের সময়সূচি অনুযায়ী কাজ আঞ্জাম দিবেন। কোনো সময় যেনো কোনো জায়গা কর্মকর্তা ছাড়া খালি না থাকে।
তিনি সব সেচ্ছা সংগঠন ও যে সব প্রতিষ্ঠানের আওতায় কাজ পরিচালনা করা হয় তাদের লিখিত বক্তব্য প্রেরণের মাধ্যমে বলেন, এ জায়গাগুলোতে আল্লাহর অতিথিগণ ইবাদতের জন্য আসে। তাদের যেনো কোনো কষ্ট না হয় সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
কর্মকর্তাগণ আল্লাহর মেহমানদের খেদমতে সওয়াবের ইচ্ছে নিয়ে কাজ করবে বলেও জোর তাগিদ দেন তিনি।
ডেইলি পাকিস্তান উর্দূ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
আরো পড়ুন- যাকাতের গুরুত্ব ও তাৎপর্য, বর্তমানে যাকাত ফিতরার পরিমাণ
-আরআর