আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭ যুবককে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব তাদের কাছে থাকা বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৪ মে) রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো লক্ষীপুরের রায়পুরের মো. আলীর ছেলে মো. কামাল উদ্দিন (৩৭), কুমিল্লার মুরাদনগর থানার ঘোরাশাল এলাকার সিফাত (৩০), চট্টগ্রামের চাঁদপুর মতলবের আবুল হাসেমের ছেলে দিদারুল ইসলাম (২৬), শেরপুর কাজীর চর এলাকার আব্দুল মুন্নাফ খানের ছেলে রিফাতুল্লাহ খান (১৯), টাঙ্গাইল সদরের দুপুরিয়া ইউনিয়নের মৃত ইসলাম মিয়ার ছেলে মো. শীতল মিয়া (২৭), পিরোজপুরের নাজিরপুর থানার শাখারীকাঠি ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে মুহিবুর রহমান (২৪) ও ফরিদপুরের সালথা থানার সায়েদুদ্দিনের ছেলে মো. এরশাদুল হক টিটু (২৪)।
বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মুহিবুর রহমান ও এরশাদুল হক টিটু বারিধারার ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজির শিক্ষক।
-আরআর