আবদুল্লাহ তামিম: মধ্যপ্রাচ্যের ঐক্য সংগঠন আরবলীগ ইসরায়েলিদের সমর্থনে গুয়েতেমালা তেল অবিব থেকে জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের কারণে গুয়াতেমালার সাথে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্য ভিত্তিক এ সংগঠন বুধবার জানিয়েছে ২০১৩ সালে স্বাক্ষর করা একটি সমঝোতা ভঙ্গ করেছে গুয়েতেমালা। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করছে। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
বহু নির্দেশানা ও সমালোচনা উপেক্ষা করেও গত ১৪ মে যুক্তরাষ্ট্র জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এ বিতর্কের সৃষ্টি হয়।
১৯৫৬ সালে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছিলো গুয়েতেমালা। কিন্তু ২৪ বছর পর ইসরায়েলি সংসদ আবার যখন জেরুসালেমকে তার আনুষ্ঠানিক রাজধানী ঘোষণা করতে চেয়েছিলো তখন গুয়েতেমালা ইসরায়েলের পক্ষে কথা বলে।
উল্লেখ্য, মে মাসের ১৪ তারিখে সব বাধা উপেক্ষা করে মুসলিমদের পবিত্র জায়গা জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে আন্দোলন চলে মুসলিম দেশগুলোতে।
এদিকে ইসরায়েলিদের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে গুয়েতেমালাও তাদের দূতাবাস ইসরায়েলে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন জানিয়েছে।
সূত্র: আরব নিউজ
আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়
-আরআর