আওয়ার ইসলাম: মাদকবিরোধী চলমান অভিযানে আট জেলায় পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও ৯ মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার (২১ মে) দিনগত থেকে মঙ্গলবার (২২ মে) ভোর পর্যন্ত অভিযানে তারা নিহত হন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে কুষ্টিয়ায় ২, কুমিল্লায় ১, গাইবান্ধায় ১ ও রংপুরে ১, ফেনীতে ১ ও ঠাকুরগাঁওয়ে ১, জামালপুর ১ ও লালমনিরহাটে একজন রয়েছেন।
নিহতরা হলেন, রংপুর সদর উপজেলার শাহিন মিয়া (৩০), কুমিল্লা সদর উপজেলার নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফটিক ওরফে গাফফার (৩৭), একই জেলার ভেড়ামারা উপজেলার লিটন শেখ (৪০), ফেনীর শহরতলী এলাকার মো. ফারুক (৩৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজু মিয়া, লালমনিরহাট সদর উপজেলার এশার আলী (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকতাবুল ওরফে আতাবুল ও জামালপুরের শহরতলী এলাকায় নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সারাদেশে মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় কঠোর অভিযান শুরু করেছে র্যাব। র্যাব জানিয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
‘মাদকবিরোধী অভিযানে সাফল্য পেতে আগে চোরাপথগুলো বন্ধ করতে হবে’
-আরআর