মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মন্ত্রীদের ১০ শতাংশ বেতন কমালেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতায় এসেই সরকারি খরচ কমানো এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ

বুধবার (২৩মে) মন্ত্রীসভার বৈঠকে সদস্যরা এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন।

পারদানা পুত্রাতে প্রথম সাপ্তাহিক মন্ত্রীসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এই বিবৃতি তুলে ধরেন।

সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মাহাথির বলেন, ‘মন্ত্রীদের মূল বেতন থেকে এটি কর্তন করা হবে। দেশের অর্থনীতিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনও এই কাজ করেছিলাম।’

এছাড়াও, মেগা প্রজেক্টগুলো পুনরায় পর্যালোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

পান বোরেনহো মহাসড়ক, বান্দার মালয়েশিয়া এবং তুন রাজাকা এক্সচেঞ্জের মতো মেগা প্রজেক্টগুলোর বিষয়ে এ কথা বলেন তিনি।

কিছু অপ্রয়োজনীয় সংগঠন এবং প্রতিষ্ঠান যেমন ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরস কাউন্সিল এবং স্পেশাল এ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে ভেঙ্গে দেয়ার কথা বলেন।

উপ প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং অন্য মন্ত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনে নিজেরই রাজনৈতিক শিষ্য নাজিব রাজাককে হারিয়ে সরকার গঠন করেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। কিন্তু সরকারে আসার পর থেকেই নানা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

বিশেষত মাহাথিরের নেতৃত্বে গঠিত সরকারকে পড়তে হয়েছে নাজিব সরকারের রেখে যাওয়া এক ট্রিলিয়ন মালয়েশিয়ান রিংগিতের (এক লাখ কোটি রিংগিত) ঋণের সংকটে।

এই ঋণ কমানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির অংশ হিসেবেই মন্ত্রীদের বেতন ছাঁটা হচ্ছে বলে জানিয়েছেন মাহাথির।

আরও পড়ুন : মাহাথির ক্ষমতায় থাকবেন দুই বছর, পরে দেশ চালাবে ইব্রাহিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ