আওয়ার ইসলাম: আজ বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ফিস্তিনিদের সমর্থনে সেখানে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর চেষ্টা চলছে।
ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় আন্তর্জাতিক বাহিনীর গঠনের বিষয়ে কয়েকটি দেশের সহযোগিতা নেয়া হচ্ছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধযজ্ঞের বিষয়ে জবাবদিহি করা না হলে তাদের অপরাধমূলক তৎপরতা বাড়তেই থাকবে।
ফিলিস্তিনে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনার পাশাপাশি বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।
গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ।
এইচজে