মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

কুদস ইস্যুতে গুয়েতেমালার সঙ্গে রাবাতের সহযোগিতা চুক্তি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: মরক্কোর রাজধানী কর্তৃপক্ষ-পরিষদ গুয়েতেমালার রাজধানীর সঙ্গে করা পারষ্পারিক সহযোগিতার যৌথ চুক্তি বাতিল করেছে। গুয়েতেমালা কুদসে তাদের রাজধানী স্থানান্তর করার প্রতিবাদে মরক্কোর রাজধানী কর্তৃপক্ষ-পরিষদ এ সিদ্ধান্ত গ্রহন করে।

রাবাতের সহকারী মেয়র হাসান উমরানী আল জাজিরাকে জানায়, গুয়েতমালা সিটির সঙ্গে করা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত রাজধানী-কর্তৃপক্ষের সকল সদস্যের সম্মতিতে হয়েছে।যা বর্তমান পরিস্থিতিতে এ চুক্তি কার্যত প্রত্যাখ্যান করা হয়েছে।

উমরানী মনে করেন, পরিষদের এ সিদ্ধান্ত মরক্কোর সরকারী অবস্থানের সঙ্গে সাজুস্যপূর্ণ।
রাজধানীর মেয়র মুহাম্মাদ সাদিকী গত শুক্রবার পররাষ্টমন্ত্রীর নিকট এক বার্তায় রাজধানী-কর্তৃপক্ষের সিদ্ধান্তের সম্পর্কে জানান এবং মন্ত্রনালয়কে এ সংশ্লিষ্ঠ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

উমরানী বলেন,রাজধানী-কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার তাকে অনুসরণকারী অন্যান্য রাষ্টের দায়িত্বহীন সিদ্ধান্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

২০১৭ সালে গুয়েতমালা মরক্কে তাদের দূতাবাস খুলে এবং আফ্রিকায় এটা তাদের দ্বিতীয় দূতাবাস। মধ্য আফ্রিকা ও ল্যাটিন আফ্রিকার সঙ্গে মরক্কোর সম্পর্ক শক্তিশালী করার জন্য মরক্কো এখানে গুয়েতেমালার দূতাবাস খোলার ব্যবস্থা করে।

মরক্কো ফিলিস্তিনী ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ক আব্দুল কাদির আলইলমী আল জাজিরাকে বলেন,মরক্কোর সকল প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে, যা কুদস-ইস্যুতে মরক্কোর জনগণের অনুভূতির প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট ও তার অনুসরণে কুদসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরূদ্ধে গত কয়েক সপ্তাহ হতে মরক্কোর জনগণ তাদের ক্রুদ্ধতা জানিয়ে আসছে। ফিলিস্তিনীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাবাতসহ বিভিন্ন শহরে পদযাত্রা এবং বিক্ষোভ হয়।

সূত্রঃ আলজাজিরা

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ