আওয়ার ইসলাম: সৌদি আরবে মদিনা-মক্কা রোডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। পবিত্র ওমরাহ হাজীদের বহনকারী একটি বাস উল্টে গেলে এ হতাহতের ঘটনা।
সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র খালেদ আল-ছাহলি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিলো ৯৬ ব্রিজের কাছে উল্টে যায়। এসময় এ হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ওমরাহ হজের নির্দিষ্ট কোনো সময় নেই। শুধু হজের দিনগুলো ছাড়া বছরের যেকোনো সময় ওমরাহ হজ করা যায়। বিশেষ করে রমজানের সময় ওমরাহ’র ফজিলত অনেক বেশি।