আবদুল্লাহ তামিম: ইসরায়েলি অবরোধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনে খাবার সংকট শুরু হয়েছে বলে জানা গেছে।
ইতোমধ্যে খাবারের দাবিতে এক ফিলিস্তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ফিলিস্তিনি গাজার শাসক দলের কাছে খাবার ও টাকার দাবি জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এই খবর প্রকাশ করে।
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টার এই ঘটনাটি ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায়, গাজা উপত্যকার শাসকদের কাছে স্বজনদের খাবার ও অর্থের দাবিতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। গায়ে আগুন দেয়ার এক পর্যায়ে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
এ সময় ওই ব্যক্তি জোরে জোরে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। একইসাথে খাবারের দাবি জানান। পরে আশেপাশে থাকা মানুষ দ্রুত দৌড়ে গিয়ে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠায়।
আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল